গরমে আমজনতা আস্থা রাখছেন পাতিলেবুর শরবতে। গরমে শরীর ঠাণ্ডা রাখার পাশপাশি অন্যান্য কার্যকারিতাও রয়েছে পাতিলেবুর। তাই তো চিকিৎসকরা রোজ একটা করে লেবু খাওয়ার পরামর্শ দেন। পুষ্টিগুণের দিক দিয়ে বিচার করলে হাজারো গুণ এই পাতিলেবুর। শরীরের আর্দ্রতা বজায় রাখতেও সিদ্ধহস্ত ছোট্ট এই একটা পাতিলেবু। এখন সমস্যা হল, থলে ভরে লেবু তো কিনছেন, কিন্তু সেটি রসাল হবে […]