Tag Archives: looting herself

ছেলের বিয়ের জন্য রাখা সোনা সরিয়ে নিজেই লুঠের গল্প ফেঁদে পুলিশের জালে গৃহকত্রী

ছেলের বিয়ের জন্য রাখা সোনা সরিয়ে নিজেই লুঠের গল্প ফেঁদেছিলেন। শেষমেশ রিজেন্ট পার্কে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় অভিযোগকারী গৃহকত্রীকেই গ্রেফতার করল পুলিশ। পাশাপাশি ঘটনায় জড়িত থাকার অভিযোগে মহিলার এক আত্মীয়কেও গ্রেফতার করে পুলিশ। এদিকে রিজেন্ট পার্ক পুলিশ সূত্রে খবর, স্বামীর প্রথম পক্ষের স্ত্রীর ছেলের বিয়ের গয়না চুরি করে ডাকাতির গল্প ফেঁদেছিলেন সোনালি বিশ্বাস নামে ওই মহিলা। […]