পয়লা বৈশাখের সকালে কেমন যেন সব গোলমাল হয়ে গেল কুলতলি থানা এলাকার মেরিগঞ্জ দু নম্বর গ্রাম পঞ্চায়েতের তেঁতুলবেরিয়া গ্রামের স্কুল শিক্ষক প্রণব পতিত নাঁইয়ার পরিবারের ছবিটা। মঙ্গলবার সকালে নিজের বাড়ি থেকেই উদ্ধার হল তাঁর ঝুলন্ত দেহ। উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোটও।প্রণব পতিত নাঁইয়া পড়াতেন জয়নগরের টিএস সাতন হাইস্কুলে। প্রণবের পরিবারের সদস্যরা জানাচ্ছেন, সবকিছু ঠিকঠাক ছিল […]