অস্ত্র কারবারের অভিযান কলকাতা পুলিশের এসটিএফ-এর। তাতে এল সাফল্য়। মোটর পার্টস দোকানের আড়ালে মিলল অত্যাধুনিক অস্ত্র তৈরির কারখানার হদিশ। বিহারে তৈরি অস্ত্র বাংলায় পাচারের আগেই অস্ত্র কারখানায় অভিযান এসটিএফের। শুক্রবার কলকাতা পুলিশের এসটিএফ ও বিহার পুলিশের এসটিএফ যৌথ অভিযান চালায় বিহারের মধুবনিতে। তাতেই মেলে সাফল্য। মোট দু’টি কারখানায় অভিযান চালায় পুলিশ। গ্রেফতার করা হয়েছে কুখ্যাত […]