মহাকুম্ভে মহা বিপত্তি। লেলিহান আগুনের শিখা গ্রাস করে মহাকুম্ভ চত্বরের একের পর এক ক্যাম্প। সঙ্গে ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। আগুন নিয়ন্ত্রণে আনতে ছুটে গিয়েছে দমকলও। গত ১৩ জানুয়ারি গঙ্গা, যমুনা ও সরস্বতীর মহাসঙ্গমের তীরে বসেছে মহাকুম্ভের মেলা। ১২টি পূর্ণকুম্ভ পেরিয়ে ১৪৪ বছর পর এসেছে মহাকুম্ভ। কিন্তু, সেই পুণ্য মেলার সপ্তম দিনেই জ্বলে উঠল মহাকুম্ভ। আকাশ […]