বর্ষবরণের রাতে সল্টলেক মহিষবাথান উদয়নপল্লি এলাকায় পিটিয়ে মারা হয়েছিল এক ডেলিভারি বয়কে। অভিযোগ উঠেছিল তাঁর বন্ধুরাই এই কাজ করেছিলেন বলে। আর এই অভিযোগের সত্যতা ধরা পড়ে পুলিশের প্রাথমিক তদন্তে। এই ঘটনার প্রায় দুই সপ্তাহ পরে গ্রেপ্তার হলেন মৃত্যুঞ্জয় মণ্ডল নামে মূল অভিযুক্ত। সুদূর তেলেঙ্গানা থেকে তাঁকে গ্রেপ্তার করেন তদন্তকারীরা। বর্ষবরণের রাতে বছর ২৬–এর সুব্রত মাজি […]