সোমবার সপ্তাহের প্রথম দিনে যখন শহরের প্রাণকেন্দ্র ধর্মতলা সাজবে তৃণমূলের পোস্টার–হোর্ডিংয়ে। চারপাশে বাজবে শহিদ দিবসের মাইক। ঠিক সেই সময় বহু স্কুল প্রাঙ্গনে শোনা যাবে না পড়ুয়াদের গলার শব্দ। কারণ, এই শহিদ দিবস উপলক্ষে দেওয়া হয়েছে ছুটি। এই প্রসঙ্গে শাসক শিবিরের একাংশ বলছেন, ‘এটা আসলে শহরের যানজট পরিস্থিতি থেকে পড়ুয়াদের একদিনের জন্য দূরে রাখা। একটু ‘বিরতি’ […]