ওষুধের দামে লাগাম টানার নির্দেশ আগে থেকেই ছিল। ২০১৩-র ড্রাগ প্রাইস কন্ট্রোল অর্ডার (ডিপিসিও) অনুযায়ী ধার্য ছিল দামের ঊর্ধ্বসীমা। তা সত্ত্বেও ২৪টি কোম্পানির ৬৯ রকম ওষুধের দাম ছিল সেই ঊর্ধ্বসীমারও ওপরে। এবার সেই সব ওষুধের দামে লাগাম টানল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এই তালিকায় রয়েছে প্রেশার, সুগার, কোলেস্টেরলের সঙ্গে বেশ কিছু জ্বর-সর্দির ওষুধ এবং অ্যান্টিবায়োটিকও। সূত্রে […]