একদিকে চলছিল নবান্ন অভিযান। অন্যদিকে তিলোত্তমা মঞ্চের ডাকে বিকেল চারটেয় শুরু হয় ‘কালীঘাট চলো’ অভিযানও। আর এই অভিযান থেকে স্লোগান ওঠে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে, দাবি ওঠে বিচারেরও। তবে ‘কালীঘাট চলো’ এই অভিযান ঘিরে যাতে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা তৈরি না হয় তার জন্য তৈরি ছিল পুলিশ প্রশাসনও। সূত্রে খবর, এদিনেই ‘কালীঘাট চলো’ এই অভিযানকে সামাল […]