হার্টের মারাত্মক সমস্যা মাইট্রাল ভালভের ত্রুটির অত্যাধুনিক প্রযুক্তির চিকিৎসা শুরু হল কলকাতায়। চিকিৎসকের জানাচ্ছেন,মাইট্রাল ভালভে ছিদ্র থাকলে শারীরিক সমস্যা বাড়তে বাড়তে রোগী ক্রমশ মৃত্যুর দিকে পা বাড়ান। হৃৎপিণ্ডের এই সমস্যার ডাক্তারি নাম মাইট্রাল রিগার্জিটেশন (MR)। তবে খুশির কথা হল, সম্প্রতি অত্যাধুনিক প্রযুক্তির মাইট্রাক্লিপের সাহায্যে MTEER নামে বিশেষ ইন্টারভেনশনাল পদ্ধতিতে অত্যাধুনিক ডিভাইসের সাহায্যে ছিদ্র বন্ধ করে […]