বিধায়কদের চিকিৎসা সংক্রান্ত বিল নিয়ে নানা সময়ই প্রশ্ন উঠেছে বিধানসভায়। এ নিয়ে বিতর্কও কম হয়নি। তবে এবার বিধায়কদের স্বাস্থ্য সংক্রান্ত বিলে লাগাম টানতে চাইছে বিধানসভা কর্তৃপক্ষ। আর তারই জেরে চশমার খরচ বাঁধল বিধানসভা। স্পষ্ট নির্দেশিকা,সর্বোচ্চ পাঁচ হাজার টাকা চশমার জন্য পাবেন বিধায়করা। এদিকে সূত্রে খবর, ২০১৩ সালে তৎকালীন উদ্বাস্তু পুনর্বাসন মন্ত্রী সাবিত্রী মিত্র একটি ৯৯ […]