বুধবার ঘড়ির কাঁটায় ১২টা ৪৯ মিনিট ৩৪ সেকেন্ড। আচমকাই আঁধারে ঢাকে কলকাতা হাইকোর্ট। অন্ধকার নামে এজলাসেও। ফলে থমকে যায় বিচারপ্রক্রিয়া। শুধু এজলাসই নয়, বন্ধ হয়ে যায় একাধিক লিফট, এক্সেলেটর। মাঝপথে এভাবে লিফট বন্ধ হয়ে যাওয়ায় আটকে পড়েন আইনজীবী ও মামলাকারীরা। তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে জানা যায়, হঠাৎই পাওয়ার কাটের জেরে হাইকোর্টের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে […]