আধুনিক চিকিৎসা বিজ্ঞান রক্তপরীক্ষা সহ নানান পরীক্ষা নিরীক্ষার ওপর ভিত্তি করে এগিয়ে চলেছে। তবে বড় সমস্যা হল এই সব টেস্ট করাতে আম জনতার মধ্যে রয়েছে এক তীব্র অনীহা। আর এই অনীহা আজকের নয়, বহুকালের।আর সব থেকে বড় সমস্যা হল, এই পরীক্ষা বা টেস্টের ফল যদি স্বাভাবিক আসে তাহলে আর রক্ষে নেই। একেবারে সোজা আঙুল ওঠে […]