একাডেমিক উৎকর্ষের এক উল্লেখযোগ্য প্রদর্শনে, কোটার জিতু ভাইয়া-এন. ভি স্যার (শ্রী নিতিন বিজয়)-এর নেতৃত্বে মোশন এডুকেশন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে আরও একবার তাদের সফলতার মানদণ্ড তুলে ধরল। জেইই মেইন ২০২৫-এ এখনও পর্যন্ত সংকলিত ফলাফলের ভিত্তিতে, মোশন এডুকেশনের ৬৫.৮ শতাংশ শিক্ষার্থী জেইই অ্যাডভান্সড-এর জন্য যোগ্যতা অর্জন করেছে, যা জাতীয় যোগ্যতার গড় ১৬.২৫ শতাংশ ছাড়িয়ে গেছে। মোশন […]