নীরব মোদির ভাই নেহাল মোদিকে গ্রেফতার করা হয়েছে আমেরিকায়। এরপরই তাকে ভারতে আনার প্রক্রিয়াও শুরু হয়েছে। তবে সূত্র বলছে, তাকে ভারতে আনার খুব সহজ হবে না। ভারতের এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট এবং সিবিআই দ্বারা সংযুক্তভাবে আবেদন করা এই প্রত্যর্পণ অনুরোধ যাচাই করবে আমেরিকা এবং সেই কারণে তারা আগামী শুক্রবার ৪ জুলাই পর্যন্ত নেহালকে হেফাজতে নিয়েছে। নেহাল মোদির বিরুদ্ধে […]