দমদম এয়ারপোর্টে শুরু নতুন এয়ার ট্র্যাফিক কন্ট্রোল। যার পরীক্ষামূলক সফল ট্রায়াল রান শুরু হল, এমনটাই খবর দমদম বিমানবন্দর সূত্রে। এখন থেকে লাগাতার তিন মাস, প্রত্যেকদিন ধরে চলবে এই ট্রায়াল রান। প্রয়োজন বুঝে আরও আধুনিক করা হবে সিস্টেম। সঙ্গে এও জানানো হয়েছে, বাতিল বা ব্যবহার বন্ধ হচ্ছে না কলকাতার পুরনো এয়ার ট্র্যাফিক কন্ট্রোল ভবন। দমদম বিমানবন্দর […]