পথে নেমে হোক বা সোশাল মিডিয়ায় প্রচারের অভিনবত্বে সবসময়ই নজর কাড়ে কলকাতা পুলিশ। ফেসবুক পোস্টেও চোখে পড়ে নানা অভিনবত্ব। তারই সঙ্গে সাযুজ্য রেখে এবার ২০২৪ সালের শেষদিনে পথ সুরক্ষার প্রচারেও সামনে এল এক অভিনব পোস্ট। যা নজরে এসেছে কলকাতা পুলিশের সোশাল মিডিয়ার পাতায়। হঠাৎ দেখে মনে হতেই পারে এ ঠিক যেন এক‘পার্টি’র আমন্ত্রণ। একটু পড়েই […]