নির্বাচনী বছরে যতই বাজেটের চরিত্র ‘অন্তর্বর্তী’ হোক না কেন, প্রত্যেক শাসকেরই উদ্দেশ্য থাকে ভোটমুখী বা বেশ কিছু মনোমোহিনী ঘোষণার। যার মাধ্যমে নির্বাচক জনসংখ্যাকে প্রভাবিত করা যায়। দ্বিতীয় মোদি সরকারের এই শেষ বাজেটেও তার অন্যথা হয়নি। ঢাকঢোল পিটিয়ে অর্থমন্ত্রীকে রাজনৈতিক ভাষণের ঢংয়েই সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর প্রশস্তি গাইতে দেখা গেছে। রামমন্দির উদ্বোধনের কথার উল্লেখের পাশাপাশি জানিয়েছেন এই […]