পশ্চিমবঙ্গে ২০২৩-এর নির্বাচনে ৬৩ হাজার ২২৯টি গ্রাম পঞ্চায়েত আসন। তার মধ্য ৮ হাজারের উপর আসনেই হবে না ভোট৷ কারণ, জয় এসেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়৷ গ্রাম পঞ্চায়েতের পাশাপাশি, নির্বাচন হবে না পঞ্চায়েত সমিতির ১০ শতাংশরেও বেশি আসনে। যদিও জেলা পরিষদের ক্ষেত্রে এই সংখ্যাটা অনেকটাই কম৷ এখানে এক শতাংশের সামান্য বেশি আসনে ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় এসেছে। বিনা […]