এতদিন বাংলা থেকে শুধু মাত্র হাওড়া স্টেশন থেকে ছাড়তো বন্দে ভারত এক্সপ্রেস। এবার বন্দে ভারত পাচ্ছে শিয়ালদহও। অপেক্ষা শুধু কিছু সময়ের। ইতিমধ্যেই শিয়ালদহ থেকে বন্দে ভারত চালানোর বিষয়ে ভাবনা চিন্তা শুরু করছে রেল। জানালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ কে দেউস্কর । পাশাপাশি, হাওড়া থেকে কবচ যুক্ত ইএমইউ ট্রেন গুলি চালানোর পরিকল্পনা রয়েছে। এই প্রকল্পের […]