বেআইনি ভাবে জলাশয় ভরাটের অভিযোগ কলকাতা পুরসভা এলাকায় নতুন নয় ৷ এমন ঘটনা আকছার ঘটেই চলে। এই জলাশয় ভরাটের ঘটনা এমন কিছু জায়গায় এতো বেশি সংখ্যায় হয়েছে যে কিছু এলাকাকে রেড জোন হিসেবেও চিহ্নিত করেছে কলকাতার পুর–প্রশাসন৷ এদিকে এখন প্রোমোটারদের নজরে মালিকানাহীন বহু জলাশয়। এই। জলাশয় ভরাটের অভিযোগ উঠলেই মালিক বা প্রমোটারকে নোটিশ দেয় পুরনিগম […]