টাটা ক্যাপিটাল লিমিটেড (‘‘টিসিএল” বা ‘‘কোম্পানি”) সোমবার, ৬ অক্টোবর, ২০২৫-এ তাদের ইনিশিয়াল পাবলিক অফার (IPO)-এর বিড/অফার খুলতে চলেছে। এখানে অফারের প্রাইস ব্যান্ড নির্ধারিত হয়েছে প্রতিটি ইকুইটি শেয়ার রাখা হয়েছে ৩১০ টাকা থেকে ৩২৬ টাকা (“প্রাইস ব্যান্ড”)। ন্যূনতম ৪৬টি ইকুইটি শেয়ারের জন্য বিড করা যাবে এবং এর পর ৪৬-এর গুণিতকে বিড করতে হবে। এই ইনিশিয়াল পাবলিক […]