সরকার আমাদের সাথে প্রতারণা করেছে আবার। সরকারের কোনো সদিচ্ছা নেই সমস্যার সমাধানের, এমনটাই দাবি বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চের। এদিকে দফায় দফায় গত ১৬ এবং ১৮ই এপ্রিল প্রশাসনের একাধিক উচ্চ আধিকারিকদের সাথে বৈঠক হয় পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চের। এরপর গত ২১ শে এপ্রিল সাময়িকভাবে নবান্ন অভিযান স্থগিত রাখতে অনুরোধ […]