শুভাশিস বিশ্বাস স্বাধীনতার পরে মধ্য চাষি বা প্রান্তিক চাষিরা কিছু আন্দোলন করেছিলেন। তেভাগা আন্দোলন। পরবর্তীতে নকশালবাড়ির লড়াই। তবে তা ছিল কমিউনিস্টদের নেতৃত্বে। ১৯৮৮- তে অক্টোবর নভেম্বর মাসে মহেন্দ্র সিং টিকায়েতের নেতৃত্বে, কম বেশি সম্পন্ন কৃষকেরা, এইভাবেই দিল্লিতে এসেছিল। নরেন্দ্র মোদি, রবিশঙ্কর প্রসাদেরা সম্ভবত এই আন্দোলনের কথা হয়তো ভুলে গেছেন। আজকের নরেন্দ্র মোদি, বিজেপি সংখ্যাগরিষ্ঠতার […]