মহাকাশের দৌড়ে বাজি ধরেছিল রাশিয়া। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চন্দ্রযান ৩ উৎক্ষেপণের পরেই ১১ অগাস্ট মহাকাশে পাড়ি দেয় রাশিয়ার লুনা ২৫-ও। শুধু তাই নয়, ভারতের চন্দ্রযানের থেকে এক মাস পরে পাড়ি দিয়েও লুনা চন্দ্রযানের আগে দক্ষিণ মেরু ছোঁবে বলে মনে করা হচ্ছিল। কিন্তু, ভারতকে টেক্কা দিতে গিয়ে বেশি জোরে ‘দৌড়’ লাগিয়ে চাঁদের বুকে ভেঙে […]