বকেয়া মহার্ঘ্য ভাতা মেটানোর দাবি উঠল এবার কলকাতা হাইকোর্টেও। শুক্রবার দুপুরে কলকাতা হাইকোর্টে পেন–ডাউন করতে দেখা যায় সরকারি কর্মীদের একাংশকে। তাঁদের দাবি, সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল তা মেনে অবিলম্বে বকেয়া ডিএ–র ২৫ শতাংশ দিতে হবে রাজ্য সরকারকে।এই প্রসঙ্গে বলে রাখা শ্রেয়, শীর্ষ আদালত গত ১৬ মে নির্দেশ দিয়েছিল, ছয় সপ্তাহের মধ্যে বকেয়া ডিএ–র ২৫ […]