বিমানে বড় বিভ্রাটের মুখে পড়লেন শান্তনু সেন। আর এই ইস্যুতে এয়ার ইন্ডিয়া ও কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রককে আক্রমণ শান্তনু সেনের। বোর্ডিং পাস থাকা সত্ত্বেও বিমানে বসার জায়গা পাননি তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ। এরপর বিমানের ভিতর থেকেই লাইভ ভিডিয়োতে দেখান পুরো পরিস্থিতি। সেখানে দেখা যাচ্ছে, শান্তনুর বোর্ডিং পাসে যে নম্বর লেখা আছে, সেই নম্বরের সিট […]