বঙ্গ সফরের আগে এক্স হ্যান্ডেলে বাংলায় বার্তা দিতে দেখা গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। এরই প্রেক্ষিতে মোদির এই বাংলা–প্রেম নিয়েই বিঁধতে দেরি করেনি তৃণমূল কংগ্রেস। দলের মুখপাত্র তথা রাজ্যের মন্ত্রী শশী পাঁজা বলেন,’বিগত দিনে বাংলায় কথা বলার চেষ্টা করতেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।’ পাশাপাশি এ প্রশ্নও তোলেন, তাহলে এবার বাংলায় মোদি বলবেন কি না তা নিয়েও। সঙ্গে […]