বাঙালির কাছে দুর্গাপুজো সাংস্কৃতিক ঐতিহ্য। তাই প্রতি বছর এই উৎসব নতুন রূপে ফিরে আসে। পঞ্চমীর সন্ধেবেলা আমাদের চিরপরিচিত ধুনুচি নাচের সেরকমই এক নতুন রূপ দেখা গেল আহিরীটোলা সর্বজনীনের পুজোয়। এত বছর ধরে, ধুনুচির গন্ধে আর ঢাকের তালে প্রতিটি প্যান্ডেল এক নাচের মঞ্চ হয়ে উঠেছে ঠিকই তবে সেই আনন্দ শুধু বড়দের মধ্যেই সীমাবদ্ধ থেকেছে। কিন্তু এ […]