শহরের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে আরও কড়া রাজ্য সরকার। যত্রতত্র থুতু ফেললেই এবার দিতে হবে কঠোর জরিমানা। নবান্ন সূত্রে খবর, এর আগেও যেখানে-সেখানে থুতু-পানের পিক কিংবা গুটখা খেয়ে ফেলার উপর নিষেধাজ্ঞা ছিল। কিন্তু সে নির্দেশ কতজন মানেন তা নিয়ে রয়েছে প্রশ্ন। কারণ, এই নির্দেশ আসার পরও দেখা গেছে, পরিষ্কার রাস্তার উপরে থুতু ফেলে নোংরা করেন শহরে একাংশ […]