কলকাতা পুরসভায় আইপিএল প্রসঙ্গ তুলে আসন পিছু কর ধার্য করার প্রস্তাব তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে-র। ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা প্রাক্তন সিএবি সচিবের দাবি, প্রতি ম্যাচ বাবদ আসন পিছু ৫০ টাকা বিনোদন কর চাপানো হোক। পুরসভায় শনিবারের মাসিক অধিবেশনে বিশ্বরূপ প্রস্তাব রাখেন, যেহুতু আইপিএল একটি বিনোদন যুক্ত প্রফেশনাল ক্রিকেট লিগ এবং আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনেকটাই […]