Tag Archives: police summons

পুলিশি তলব আটকাতে হাইকোর্টের শরনাপন্ন আসফাকুল্লা

মেডিক্যাল ডিগ্রি নিয়ে বিভ্রাটের জেরে  আরজি কর আন্দোলনের মুখ আসফাকুল্লা নাইয়াকে তলব করে পুলিশ। সোমবারই তাঁর হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু এদিন তিনি হাজিরা না দিয়ে পাল্টা ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় মেল করে জানিয়েছেন, কেন তাঁকে তলব করা হয়েছে, তা বিশদে জানাতে।  এরই পাশাপাশি পুলিশি তলব আটকাতে হাইকোর্টেরও শরনাপন্ন হন তিনি। এরই প্রেক্ষিতে হাইকোর্টে সোমবার একটি […]