পাড়ার মধ্যে থাকা পুকুর থেকে দিনেদুপুরে বোমা উদ্ধার। একটা, দুটো নয় একেবারে ১৭টি। এ ঘটনাকে কেন্দ্র করেই ব্যাপক উত্তেজনা দক্ষিণ ২৪ পরগনা জীবনতলা থানার মাঠের দীঘি এলাকায়। এদিন সকাল থেকে ওই পুকুরে মাছ ধরছিলেন স্থানীয় বাসিন্দারা। জল তোলার পর স্থানীয় বাসিন্দারই প্রথম বোমাগুলি তাঁদের নজরকে আসে। এরপরই খবর দেওয়া হয় পুলিশে। জীবনতলা থানার পুলিশ এসে […]