বাজারে আলুর দাম ১৮ থেকে ২০ টাকা কিলো হলেও চাষিরা আলু বেচছেন ৩০০ থেকে ৩২০ টাকা বস্তায়। অর্থাৎ আলুর দাম কেজি প্রতি ছয়–সাত টাকা পাচ্ছেন চাষিরা। সোজা কথায় আলুর দাম পৌঁছেছে একেবারে তলানিতে। আর তাতেই ব্যাপক ক্ষতির মুখে রাজ্যের আলু চাষিরা। এবছর আলু ওঠার সময় মাঠে আলুর দাম খুব বেশি ছিল না। ৪০০ থেকে সাড়ে […]