কলকাতার দুর্গাপুজো বিরাট বাজেট, ঝলমলে আলো, বিশাল প্যান্ডেল আর এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া জনতার সঙ্গে প্রায় সমার্থক। কিন্তু শিউলির সুগন্ধ আর কাশফুলের দুলুনির মাঝেও বেশ কিছু ছোট ছোট পুজো আছে যেগুলো বড়ই সাধারণ। তবে এর আনন্দ লুকিয়ে থাকে শিশুদের হাসি, হাতে করা কারুকার্য আর নির্মল ভক্তি। এবছর এভারেডি তেমন একটা পুজোর পাশে দাঁড়ানোর […]