শীতকাল আরামদায়ক মনে হলেও এই ঋতুতেই দেখা দেয় হাজারও সমস্যা। গোটা শীতকাল জুড়ে ঠান্ডা লাগার সমস্যা যাওয়া-আসা করতেই থাকে। কিন্তু খুশকির সমস্যা একবার ধরলে শীতকাল যাওয়ার পরও পিছু ছাড়ে না। শীতকাল এলেই অনেকের মনে ভয় কাজ করে খুশকির জন্য। কারণ, স্ক্যাল্প অতিরিক্ত শুষ্ক হয়ে গেলে খুশকির সমস্যা দেখা দেয়। এই ঋতুতেই সংক্রমণের ঝুঁকি বাড়ে, তাই […]