‘অকারণে মানুষের সহানুভূতি হারাচ্ছেন তিলোত্তমার মা বাবা।’ শনিবারে আন্দোলনের অভিমুখ দেখে এমনটাই জানালেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। একইঙ্গে বিজেপিকেও একহাত নিতে ছাড়েননি তিনি। রাখির দিনে কেন আন্দোলন সেই প্রশ্নও তুলে দিলেন এদিন। সাংবাদিক বৈঠক থেকে নবান্ন অভিযান নিয়ে ঝাঁঝাল স্বরে বললেন, ‘ আন্দোলনে লোকই নেই। ৮০ থেকে ১০০টা লোক। এদিক–ওদিক থেকে কুড়িয়ে–বাড়িয়ে ৫৩০টা […]