বাঙালির দুর্গাপুজো অন্তরে অনুভব করতে হল কলকাতার পুজো নয়, আসতে হবে গ্রামের পুজোয়। যেখানে আর্থিক বৈভব নেই, আছে মায়ের আরাধনায় এক আকুলতা।পুজোর ভাবগম্ভীর পরিবেশকে অন্তরের গহীনে অনুধাবন করতে হলে পা রাখতেই হবে এই গ্রামের পুজোয়। তবেই বোঝা যাবে গ্রামবাংলার পুজোর মাধুর্য। বোঝা যাবে বাংলার সংস্কৃতি। কারণ, কলকাতার পুজোর জৌলুস চোখ ধাঁধানো হলেও সেখানে ‘সর্বজনীন’ হয়ে […]