ধর্ষণের অভিযোগের ঘটনার তদন্তে দায়ের করা এফআইআরকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের শরণাপন্ন হলেন ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যসী কার্তিক মহারাজ। সূত্রে খবর, মঙ্গলবার ওই এফআইআর–এর তদন্তে তাঁকে তলব করেছিল নবগ্রাম থানার পুলিশ। তবে থানায় হাজিরা না দিয়ে এদিন এফআইআর খারিজের আবেদন নিয়ে হাইকোর্টে সোজা পৌঁছে যান কার্তিক মহারাজ। মামলাকারী কার্তিকের আবেদন, তিনি ভারত সেবাশ্রম সঙ্ঘের মানুষ। […]