Tag Archives: ragging incident

যাদবপুরের ঘটনার পর সামনে এল বালিগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ব়্যাগিংয়ের ঘটনা

যাদবপুরের ঘটনার পর এবার একে একে সামনে আসছে বিভিন্ন কলেজের এবং বিশ্ববিদ্যালয়ের ব়্যাগিংয়ের ঘটনা।পাঁশকুড়ার এক কলেজ পড়ুয়া অভিযোগ তুলেছেন তৃণমূল ছাত্র পরিষদের নেতার বিরুদ্ধে। অ্যান্টি র‌্যাগিং সেলে অভিযোগও জানানো হয়েছে এ ব্যাপারে। এদিকে এবার বালিগঞ্জ সায়েন্স কলেজেও র‌্যাগিং-এর অভিযোগ। অভিযোগের আঙুল সেই তৃণমূল ছাত্র পরিষদের দিকেই।  বালিগঞ্জ সায়েন্স কলেজের এক পড়ুয়া জানিয়েছেন, তাঁর সঙ্গেও র‌্যাগিং […]

preload imagepreload image