ন্যাশনাল, সেপ্টেম্বর ১৩, ২০২৫: ভারতের সবচেয়ে বড় বেসরকারি ব্যাংকগুলোর অন্যতম, অ্যাক্সিস ব্যাংক লঞ্চ করল স্পর্শ উইক ২০২৫। এ এক যুগান্তকারী উদ্যোগ, যা তার ৫,৮৬৮ শাখার নেটওয়ার্ক জুড়ে ১ লক্ষের বেশি কর্মচারীকে একত্র করবে সম্পর্কগুলো জোরদার করতে এবং গ্রাহকদের স্মরণীয় অভিজ্ঞতা জোগাতে। ১লা থেকে ৫ই সেপ্টেম্বর পর্যন্ত চলা এই ফ্ল্যাগশিপ ইভেন্টে সারা দেশের নেতৃত্ব এবং কর্মচারীরা […]