Tag Archives: Ramnavmi

রামনবমীতে সম্প্রীতির ছবি বাংলা জুড়ে

রামনবমীতে বাংলার একাধিক জায়গায় এবার নজরে সম্প্রীতির ছবি। এমনকী  সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও রামনবমীতে অংশগ্রহণকারীদের মিষ্টি-লাড্ডু বিতরণ করছেন, জল খাওয়াচ্ছেন এমন ছবিও এবার নজরে এসেছে। এমন ঘটনা দেখা গেছে মালদহ, মুর্শিদাবাদ, ভাঙড়ের বেশ কিছু জায়গায়। রামনবমীতে সম্প্রীতির ছবি তুলে ধরে সিপি মনোজ ভার্মা জানান, ‘ভালভাবেই সিলেব্রেশন হচ্ছে। এটাই চাই। কোথাও কোথাও ভাল ছবি দেখলাম। স্পেশ্যালি ভাঙড় […]