Tag Archives: Ratna Bhandar

পুরীর রত্ন ভাণ্ডারে আছে গোপন সুড়ঙ্গ, দাবি সেবাইতদের একাংশের, খতিয়ে দেখবে এএসআই

৪৬ বছর পর গত রবিবার অর্থাৎ ১৯ জুলাই, খোলা হয়েছিল পুরীর জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডার। তারপর থেকেই জনমানসে অসীম কৌতূহল তৈরি হয় এই রত্ন ভাণ্ডারে কী রয়েছে তা নিয়ে। কানাঘুষো শোনা যাচ্ছিল, এই রত্ন ভাণ্ডার পাহারা দেয় সাপ। কিন্তু, রত্নভাণ্ডার খোলার পর, একটিও সাপ পাওয়া যায়নি। পাওয়া গিয়েছে সোনার গয়না, মুকুট, জগন্নাথের হাত-পায়ের মতো সম্পদ। […]