পঞ্চায়েত নির্বাচনের আগে বেঙ্গল এসটিএফ-এর বড় সাফল্য। পিস্তল, কার্তুজ সহ প্রচুর অস্ত্র উদ্ধার হল উত্তর দিনাজপুরের গোয়ালপোখর থানা থেকে। উদ্ধার হয়েছে ৫টি ৭ এমএম পিস্তল, ১০ রাউন্ড কার্তুজ, ৩টি সিঙ্গল শট পাইপ গান, ৮০ রাউন্ড ৭.৬৫ এমএম কার্তুজ, ১০০ রাউন্ড ৮ এমএম কার্তুজ। অস্ত্র উদ্ধারের পাশাপাশি এক আর্মস ডিলার বা অস্ত্র ব্যবসায়ীকেও গ্রেপ্তার করা হয়। […]