একই পরিবারের তিনজনের দেহ উদ্ধার হালতুতে। ঘরের মধ্যে থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হল সোমনাথ রায়(৪০), তাঁর স্ত্রী সুমিত্রা রায়(৩৫) এবং তাঁদের বছর আড়াইয়ের সন্তান রুদ্রনীল রায়ের। মঙ্গলবার সকালে হালতুর অ্যাসবেস্টাসের চালের এক কামরার ঘর থেকে তিন জনের দেহ উদ্ধার করে পুলিশ। এদিন যে পরিবারের তিনজনের দেহ উদ্ধার হয়েছে, সেই পরিবারের কর্তা সোমনাথ রায় পেশায় অটোচালক […]