বুধবার দেশজুড়ে ১০ ট্রেড ইউনিয়নের ডাকে ধর্মঘটে স্বাভাবিক ছন্দে কলকাতা। কলকাতায় যান চলাচল স্বাভাবিক। শহরের রাস্তায় পুলিশ মোতায়েন। আজ সব সরকারি অফিস খোলা। সরকারি কর্মীদের হাজিরা বাধ্যতামূলক। ক্যাজুয়াল লিভ ও হাফ ছুটি নেওয়া যাবে না। গুরুতর অসুস্থ–সহ কিছু ক্ষেত্রে ছাড়। বুধবার সকাল ৬’টা থেকে খোলা কন্ট্রোল রুম। যে– কোনও সমস্যায় ফোন করা যাবে কন্ট্রোল রুমের […]