শ্রেণির পরিচয় নিয়ে জনতার জোট দেখল ব্রিগেড। মুর্শিদাবাদের জলঙ্গি থেকে এসেছেন আশাকর্মীরা। দীর্ঘ লড়াই আন্দোলন তাঁদের সরকারি কর্মীর স্বীকৃতির দাবিতে। লড়াই ন্যায্য ভাতার দাবিতে। ব্লক স্তর থেকে এই স্বাস্থ্যকর্মী মহিলাদের কলকাতার ব্রিগেডে টেনে এনেছে জীবন জীবিকার দাবি। সমাবেশ বেলা তিনটেয় শুরু হলেও বেলা ১২টা থেকে ব্রিগেডের মাঠে ছড়িয়ে পড়ে এক প্রতিরোধের উত্তাপ। আর এই উত্তাপ […]