ভারতের বৃহত্তম গহনার ব্র্যান্ড তনিশ্ক্ (টাটা গোষ্ঠীর অন্তর্ভুক্ত) অক্ষয় তৃতীয়ার শুভ দিনে কলকাতার ক্যামাক স্ট্রিটে তাদের বিখ্যাত স্টোরটি নতুন রূপে পুনরায় চালু করে তার রিটেল উপস্থিতি আরও জোরদার করলো। এদিন বিকেল ৪টায় স্টোরটির উদ্বোধন করেন অরুণ নারায়ণ, ভাইস প্রেসিডেন্ট – ক্যাটেগরি, রিটেল ও মার্কেটিং, তনিশ্ক্, টাইটান কোম্পানি লিমিটেড এবং শ্রী. আলোক রঞ্জন, সার্কেল বিজনেস হেড, […]