সব অনুমতি থাকা সত্ত্বেও পুরসভা শহরের সব রুফ টফ রেস্তোরাঁ ভেঙে দেওয়া হচ্ছে। এই মর্মে হাইকোর্টে মামলা দায়ের করার আবেদন রেস্তোরাঁ মালিক সংগঠনের। আর মামলার জেরে রুফটপ রেস্তোরাঁ ভাঙায় মৌখিক স্থগিতাদেশ আদালতের। দিঘা থেকে ফিরে বৃহস্পতিবার ‘জতুগৃহ’ বড়বাজারের মেছুয়া বাজারে দাঁড়িয়ে হোটেলের একাধিক বেনিয়মের কথা উল্লেখ করেন। আর সেই সূত্রেই নাম নেন পার্কস্ট্রিটের ম্যাগমা বিল্ডিংয়ের। […]