Tag Archives: role of police

প্রোমোটার পেটানোর ঘটনায় জামিন নিল কাউন্সিলর, প্রশ্ন পুলিশের ভূমিকায়

ফের পুলিশের কর্মদক্ষতা নিয়ে উঠে গেল প্রশ্ন। প্রোমোটার পেটানোর অভিযোগ উঠেছিল বিধাননগর পৌরনিগমের ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর বিরদ্ধে। এদিকে এই ঘটনার ৬০ দিন পরও। ফলে তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এদিকে  চুপিচুপি জামিন নিয়ে নেন সেই কাউন্সিলর। অথচ, তাঁর খোঁজে উত্তরবঙ্গের একাধিক জেলাতেও তল্লাশি চালায় পুলিশ। তল্লাশি চালানো হয় মন্দারমনি, এমনকি ভিন […]